Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহঃ

১)  সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ : জাতীয় মহিলা সংস্থা রাঙ্গামাটি জেলা শাখায় ক্রমপুঞ্জিত ৪৪তম (জুন /২০২২ পর্যন্ত) ব্যাচ পর্যন্ত দৈনিক উপস্থিতি ভাতা প্রদান করে মোট ১৯২০ জন শিক্ষিত বেকার মহিলাকে আত্ম কর্মসংস্থান সৃষ্টির সহায়তা করা হয়েছে। বর্তমানে প্রশিক্ষণ প্রাপ্ত  এসব মহিলারা সরকারী, বেসরকারী,এনজিও এবং বিভিন্ন পোশাক শিল্পে  অনেকের কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে।

২) ক্ষুদ্রঋণ: ১৯৯৪-৯৫ অর্থ বছর থেকে ২০২১ - ২০২২ অর্থ বছর  পর্যন্ত মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান করে ক্রমপুঞ্জিত ৪২২ জন মহিলাকে(১৪তম গ্রুপ পর্যন্ত )  ৫০,৮৯,০০০ টাকা ঋণ প্রদান করে  অনেকেই আত্ম নির্ভরশীল ও স্বাবলম্বী হয়েছে ।

৩) স্ব-কর্মসহায়ক ঋণ ও গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্পে :  ১৯৯৪-৯৫ অর্থ বছর থেকে  স্বকর্ম সহায়ক ৮জন ১,২০,০০০ টাকা  এবং গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্পের ১০৬ জনের মধ্যে ৫,৫৫,০০০ টাকা বিতরণ করা হয়েছে। 

৪) জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা) : এ জেলা শাখায় ২০১৪-২০১৫ অর্থ বছর থেকে ৬ মাস মেয়াদি শিক্ষিত বেকার মহিলাদের জেলা ভিত্তিক মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ ( আই টি) এযাবত ৭৩০(জুন ২০২২) জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করে কর্ম সংস্থান সৃষ্টির সহায়তা করা হয়েছে।

৫) নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প : ২০১৬-২০১৭ অর্থ বছর থেকে এ জেলা শাখায় ০৪ মাস মেয়াদি দৈনিক উপস্থিতি ভাতা প্রদান করে এ পর্যন্ত ৬৩০ জন শিক্ষিত বেকার মহিলাকে নগর (জুন/২০২২ পর্যন্ত) ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের ব্লক বাটিক এন্ড স্ক্রীণ প্রিন্ট প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

৬) তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প :  চলতি ২০২১-২২ অর্থ বছর(ডিসেম্বর/২১) থেকে ১) বিউটিঢিকেশন ২) ফ্যাশন ডিজাইন ৩) ক্যাথারিং ৪) ইন্টেরিয়ার ডিজাইন ৫) বিজনেস্ ম্যানেজমেন্ট  ৫টি  ট্রেডে প্রতি ট্রেডে ৫০ জন করে প্রতি ব্যাচে ২৫০জন শিক্ষিত বেকার মহিলাকে দৈনিক ১৫০ টাকা উপস্থিতি ভাতা প্রদান করে ৪মাস মেয়াদি (মোট ৮০দিন উপস্থিতি)  জুন/২০২২ পযন্ত ৩৫০ জন শিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।।

৭) উঠান বৈঠক : ক্রমপুঞ্জিত ১৫ টি উঠান বৈঠকের ( ৩০/৬/২০২২ পর্যন্ত) মাধ্যমে ৮৩৯ জন  মহিলাকে নারী নির্যাতন প্রতিরোধ, নারী পাচার প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করা হয়েছে।