Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১। জাতীয় মহিলা সংস্থা রাঙ্গামাটি জেলা শাখা ১৯৭৬ খ্রিঃ হতে এ জেলা শাখায় কার্যক্রম শুরু হয়।

২। জনবলঃ ১জন চেয়ারম্যান(অবৈতনিক), ৪জন সদস্য (অবৈতনিক), ১জন জেলা কর্মকর্তা , ১জন সাঁট মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, ১জন ট্রেড প্রশিক্ষক এবং ১ জন অফিস সহায়ক।

৩। কার্যক্রম :

               ১) জাতীয় জীবনের সকল ক্ষেত্রে মহিলাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা ;

               ২) মহিলাদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যাবস্থা করা ;

               ৩) নারীর সামাজিক নিরাপত্তা জোরদার করণে আর্থিক সুবিধা প্রদান ;

               ৪) নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও কর্ম দক্ষতা বিকাশে সহায়তা প্রদান ;

               ৫) আধুনিক তথ্য প্রযুক্তিক্রেত্রে নারীর অংশ গ্রহনের সুযোগ সৃষ্টি ;

               ৬) মহিলাদের আইনগত অধিকার রক্ষার্থে সহায়তা ও কাউন্সিলিং করা ;

               ৭) মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সন্মেলন, সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করা এবং

               ৮) আর্ন্তজাতিক নারী দিবস, জাতীয় শিশু দিবস, মা দিবস, শোক দিবস, বেগম রোকেয়া দিবস ইত্যাদি সরকার কর্তৃক নির্দেশিত যে কোন কার্যক্রম সম্পাদন করা ।

 

বাস্তবায়ন :

১)   ২০২৩ - ২০২৪ অর্থ বছর পর্যন্ত মোট ২,১০০ জন শিক্ষিত বেকার মহিলাকে সেলাই প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্ম কর্মসংস্থান সৃষ্টির সহায়তা করা হয়েছে। বর্তমানে প্রক্ষিণ প্রাপ্ত এসব মহিলারা সরকারী, বেসরকারী, এনজিও এবং বিভিন্ন পোশাক শিল্পে অনেকের কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে।

২)  ২০২৩ - ২০২৪ অর্থ বছর পর্যন্ত ক্ষুদ্রঋণ ৪৪৮জন, স্ব-কর্মসহায়ক ঋণ ৮জন এবং আয় বর্ধ,ক ঋণ ৭৪ জনকে মেটি ৫০৪ জনকে ঋণ প্রদান করা হয়েছে।  

৩) এ জেলা শাখায় ২০১৪-২০১৫ অর্থ বছর থেকে ২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত ৬ মাস মেয়াদি শিক্ষিত বেকার মহিলাদের জেলা ভিত্তিক মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণে এযাবত ৭৫০০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অনেকের কর্ম সংস্থানের সৃষ্টির সহায়তা করা হয়েছে।