১) সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ : জাতীয় মহিলা সংস্থা রাঙ্গামাটি জেলা শাখায় ক্রমপুঞ্জিত ৫০তম (জুন /২০২৪) ব্যাচ পর্যন্ত দৈনিক উপস্থিতি ভাতা প্রদান করে মোট ২,১০০ জন শিক্ষিত বেকার মহিলাকে আত্ম কর্মসংস্থান সৃষ্টির সহায়তা করা হয়েছে। বর্তমানে প্রশিক্ষণ প্রাপ্ত এসব মহিলারা সরকারী, বেসরকারী,এনজিও এবং বিভিন্ন পোশাক শিল্পে অনেকের কর্ম সংস্থান সৃষ্টি হয়েছে।
২) ক্ষুদ্রঋণ: ১৯৯৪-৯৫ অর্থ বছর থেকে ২০২৩ - ২০২৪ অর্থ বছর পর্যন্ত মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান করে ক্রমপুঞ্জিত ৪৪৮ জন মহিলাকে(১৫তম গ্রুপ পর্যন্ত ) ৫৭,৭৪,০০০ টাকা ঋণ প্রদান করা হয়েছে। আদায়ের হার ৮৯.০৭%। অনেকেই আত্ম নির্ভরশীল ও স্বাবলম্বী হয়েছে ।
৩) স্ব-কর্মসহায়ক ঋণ ও গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্পে : ১৯৯৪-৯৫ অর্থ বছর থেকে স্বকর্ম সহায়ক ৮জন ১,২০,০০০ টাকা এবং গ্রামীণ মহিলা উন্নয়ন প্রকল্পের ১০৬ জনের মধ্যে ৫,৫৫,০০০ টাকা বিতরণ করা হয়েছে।
৪) মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ : এ জেলা কার্যালয়ে ২০১৪-২০১৫ অর্থ বছর থেকে ৬ মাস মেয়াদি শিক্ষিত বেকার মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ ( আই টি) এযাবত ৮৩০(জুন ২০২৪) জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করে কর্ম সংস্থান সৃষ্টির সহায়তা করা হয়েছে।
৫) তৃণমূল পর্যায়ে অর্থ নৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প : চলতি ২০২১-২২ অর্থ বছর(ডিসেম্বর/২১) থেকে ১) বিউটিঢিকেশন ২) ফ্যাশন ডিজাইন ৩) ক্যাথারিং ৪) ইন্টেরিয়ার ডিজাইন ৫) বিজনেস্ ম্যানেজমেন্ট ৫টি ট্রেডে প্রতি ট্রেডে ৫০ জন করে প্রতি ব্যাচে ২৫০ জন শিক্ষিত বেকার মহিলাকে দৈনিক ১৫০ টাকা উপস্থিতি ভাতা প্রদান করে ৪মাস মেয়াদি (মোট ৮০দিন উপস্থিতি) জুন/২০২৪ পযন্ত ৭০০ জন শিক্ষিত বেকার মহিলাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।।
৭) উঠান বৈঠক : উঠান বৈঠক ( ৩০/৬/২০২৪ পর্যন্ত) মাধ্যমে ৩,১২০জন মহিলাকে নারী নির্যাতন প্রতিরোধ, নারী পাচার প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস